ডেভসংকেত

অ্যান্ড্রোয়েড স্টুডিও(উইন্ডোজ)

অ্যান্ড্রয়েড স্টুডিও অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপম্যান্টের জন্য অফিসিয়াল ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট (আইডিই)। অ্যান্ড্রোয়েড স্টুডিও(উইন্ডোজ) জন্য প্রযোজনীয় সকল শর্টকাট কী নিয়ে তৈরি চিটশিট

কন্ট্রিবিউটর

  • iamraufu
  • Riaz-Mahmud
  • SoumikBhatt

শেয়ার করুন

সাধারণ

  • সেভ করতে

    Ctrl + S
  • এডিটর বড়, ছোট করতে

    Ctrl + Shift + F12
  • পছন্দের তালিকায় যুক্ত করতে

    Alt + Shift + F
  • সেটিং ডায়লগবক্স খুলতে

    Ctrl + Alt + S
  • প্রজেক্ট স্ট্রাকচার ডায়লগবক্স খুলতে

    Ctrl + Alt + Shift + S
  • ট্যাবগুলির মধ্যে স্যুইচ করতে

    Ctrl + Tab

কোড সম্পর্কিত

  • স্বয়ংক্রিয় কোড তৈরী করতে ( গেটার, সেটার মেথড, কনস্ট্রাক্টর ইত্যাদি)

    Alt + Insert
  • অভাররাইড মেথডগুলো ওপেন করতে

    Ctrl + 0
  • নির্দিষ্ট কোড ব্লক ট্রাই-ক্যাচ অথবা ইফ-এলস দিয়ে বেষ্টিত করতে

    Ctrl + Alt + T
  • কোড সম্পূর্ন করতে

    Ctrl + Space
  • বর্তমাণ লাইনের সদৃশ নতুন একটি লাইন তৈরী করতে

    Ctrl + D
  • কুইক ডকুমেন্টেশন দেখতে

    Ctrl + Q
  • কোনো একটা ক্লাস / মেথডের পেরেন্ট ক্লাস / মেথডে যেতে

    Ctrl + U
  • কোড সুন্দর ভাবে সাঁজাতে

    Ctrl + Alt + L

ডিবাগিং

  • ডিবাগ করতে

    Shift + F9
  • স্টেপ অভার করতে

    F8
  • স্টেপ আউট করতে

    Shift + F8
  • স্টেপ ইন্টু

    F7
  • ব্রেকপয়েন্ট টগল করতে

    Ctrl + F8
  • ব্রেকপয়েন্ট দেখতে

    Ctrl + Shift + F8

লেআউট দেখা

  • জুম ইন

    Ctrl + +
  • জুম আউট

    Ctrl + -
  • পর্দার জন্য সঠিক

    Ctrl + 0
  • সঠিক আকার

    Ctrl + Shift + 1
  • XML এ যান

    Ctrl + B

খোঁজাখুঁজি

  • সবকিছু খুঁজতে

    Shift + Shift
  • একটি ফাইলে কিছু খুঁজতে

    Ctrl + F
  • পুরো প্রজেক্টে কিছু খুঁজতে

    Ctrl + Shift + F
  • কোনো ফাইলে কিছু প্রতিস্থাপন করতে

    Ctrl + R
  • পুরো প্রজেক্টে কিছু একটা প্রতিস্থাপন করতে

    Ctrl + Shift + R
  • কোনো একটা ক্লাস খুঁজতে

    Ctrl + N
  • কোনো একটা ফাইল খুঁজতে

    Ctrl + Shift + N
  • ফাইল স্ট্রাকচার ডায়লগবক্স ওপেন খুঁজতে

    Ctrl + F12
  • সম্প্রতি ওপেন করেছেন এমন ফাইলগুলির পপ-আপ ওপেন খুঁজতে

    Ctrl + E
  • সম্প্রতি এডিট করেছেন এমন ফাইলগুলির পপ-আপ ওপেন খুঁজতে

    Ctrl + Shift + E
  • সম্প্রতি পরিবর্তন করেছেন এমন লোকেশনে যেতে

    Ctrl + Shift + Backspace
  • সক্রিয় ট্যাব বন্ধ করুন

    Ctrl + F4
  • নির্দিষ্ট কোনো লাইনে যেতে

    Ctrl + G

বিল্ড এবং রান

  • বিল্ড করতে

    Ctrl + F9
  • বিল্ড এবং রান একসাথে করতে

    Shift + F10
  • পরিবর্তনগুলো প্রয়োগ করে, এক্টিভিটি পুনরায় চালু করতে

    Ctrl + F10
  • কোডের পরিবর্তন গুলো প্রয়োগ করতে

    Ctrl + Alt + F10

ভার্সন কন্ট্রোল

  • কমিট করতে

    Ctrl + K
  • প্রজেক্ট আপডেট করতে

    Ctrl + T
  • সাম্প্রতিক পরিবর্তনগুলো দেখতে

    Alt + Shift + C
  • ভার্সন কন্ট্রোল পপ আপ ওপেন করতে

    Alt + `

ডেভসংকেত সম্পর্কে

ডেভসংকেত এর লক্ষ্য হচ্ছে বাংলাতে একটা বড় চিটশিটের ভান্ডার গড়ে তোলা। এটা সম্পূর্ণ স্বাধীন এবং ওপেন সোর্স গিটহাব অর্গানাইজেশন।

স্পন্সর