ডেভসংকেত

পিএইচপিস্ট্রম কীবোর্ড শর্টকাট 🎉 Win-10

বহুল ব্যবহৃত পিএইচপিস্ট্রম (IDE) এর প্রয়োজনীয় কীবোর্ড শর্টকাট কী

কন্ট্রিবিউটর

  • iamraufu
  • noman-work

শেয়ার করুন

এডিটিং

  • বেসিক কোড সমাপ্তি

    Ctrl + Space
  • সাধারণ সমস্যা এর সমাধান পেতে

    Alt + Enter
  • দ্রুত ডকুমেন্টেশন দেখুন

    Ctrl + Q
  • ফাংশন সম্পর্কে সম্পূর্ণ তথ্য

    Ctrl + mouse over code
  • দ্রুত Wrap করার কাজে ব্যবহার করা হয় ... (if..else, try..catch, for, etc.)

    Ctrl + Alt + T
  • কোড ব্লক Comment/uncomment করার ক্ষেতে খুব খুব সাহায্য করে (Line Comment)

    Ctrl + /
  • কোড ব্লক Comment/uncomment করার ক্ষেতে খুব খুব সাহায্য করে (Block Comment)

    Ctrl + Shift + /
  • একটি সম্পূর্ণ কোড ব্লক সিলেক্ট করা যায়

    Ctrl + W
  • অগোছালো কোন কোডকে খুব সহজেই গোছানো যায়

    Ctrl + Alt + L
  • মাউচ ছাড়া নিচের লাইনে যাওয়ার সহজ উপায়

    Ctrl + Alt + I
  • লাইন বা সিলেক্ট করা কোড ব্লক ডাবল করার ক্ষেত্রে খুব খুব সাহায্য করে

    Ctrl + D
  • কোড ব্লক Expand/collapse

    Ctrl + NumPad+/-
  • এডিটর এ Active Tab বন্ধ করার কাজে ব্যবহার করা হয়

    Ctrl + F4
  • একাধিক কোড কপি করা থাকালে আগের কোড/টেষ্ট পেষ্ট করার ক্ষেতে ইউসফুল

    Ctrl+Shift+V

ফাইল-এক্সপ্লোরার কীবোর্ড শর্টকাট

  • ফাইল এবং ফোল্ডার আইকনের সাইজ পরিবর্তন করা

    Ctrl + mouse scroll wheel
  • নতুন ফোল্ডার তৈরি করা

    Ctrl + Shift + N
  • প্রিভিও প্যানেল ডিসপ্লে করা

    Alt + P
  • পূর্বের ফোল্ডারে যাওয়া

    Backspace
  • পরবর্তী ফোল্ডার দেখা

    Alt + Right arrow (->)
  • পূর্বের ফোল্ডার দেখা

    Alt + Left arrow (<-)
  • ফোল্ডারটি যেই ফোল্ডারে রয়েছে সেটি দেখা

    Alt + Up arrow
  • ফাইল এক্সপ্লোরারে কোনও ফাইল বা ফোল্ডার অনুসন্ধান করুন।

    F3

নেভিগেশন

  • যেকোন PHP ক্লাস খুজে বের করা

    Ctrl + N
  • যেকোন ফাইল খুজে বের করা

    Ctrl + Shift + N
  • নির্দিষ্ট কোন লাইনে যাওয়া

    Ctrl + G
  • সর্বশেষ ইডিট লোকেশনে যাওয়া

    Ctrl + Shift + Backspace
  • ইডিটরে ফিরে যাওয়া

    Esc
  • রিসেন্টরি ওপেন করা ফাইলের একটা ছোট লিষ্ট

    Ctrl + E
  • ইডিটরে ওপেন করা টেবের সামনে বা পিছনে যাওয়া (Cycle through tabs)

    Alt + Right/Left

সিনিপিট (Snippets)

  • আগের সেভ করা Snippet বাবহ্যার করা

    Ctrl + J
  • এডিটর ফুল স্ক্রিন করা এবং আগের অবস্থানে আনা

    Ctrl + Alt + F11
  • সাইডবার হাইড এবং শো করা

    Ctrl + Shift + F12
  • এডিটর সেটিং বা কন্টোল পেনেল ওপেন করা

    Ctrl + Alt + S
  • নির্বাচিত অঞ্চল বা ফুল ডিসপ্লে বা অ্যাক্টিভ উইন্ডোর স্ক্রিনশট নেওয়ার জন্য স্ক্রিনশট টুল ওপেন করা (ক্লিপবোর্ডে কপি হয়)

    WIN + Shift + S

অনুসন্ধান / প্রতিস্থাপন (Search/Replace)

  • কোড Find/Replace

    Ctrl + F/R
  • Find/Replace in path

    Ctrl + Shift + F/R

রানিং

  • কোড রান

    Shift + F10
  • কোড ডিবাগ

    Shift + F9

জেনারেল শর্টকাট

  • এডিটরের স্পটলাইট (Search everywhere)

    Double Shift
  • এডিটর ফুল স্ক্রিন করা এবং আগের অবস্থানে আনা

    Ctrl + Alt + F11
  • সাইডবার হাইড এবং শো করা

    Ctrl + Shift + F12
  • এডিটর সেটিং বা কন্টোল পেনেল ওপেন করা

    Ctrl + Alt + S
  • নির্বাচিত অঞ্চল বা ফুল ডিসপ্লে বা অ্যাক্টিভ উইন্ডোর স্ক্রিনশট নেওয়ার জন্য স্ক্রিনশট টুল ওপেন করা (ক্লিপবোর্ডে কপি হয়)

    WIN + Shift + S

ডেভসংকেত সম্পর্কে

ডেভসংকেত এর লক্ষ্য হচ্ছে বাংলাতে একটা বড় চিটশিটের ভান্ডার গড়ে তোলা। এটা সম্পূর্ণ স্বাধীন এবং ওপেন সোর্স গিটহাব অর্গানাইজেশন।

স্পন্সর