গিম্প (ইংরেজি: GIMP; GNU Image Manipulation Program) ছবি ম্যানিপুলেশন ও সম্পাদনা, ফ্রি-ফর্ম ড্রয়িং, ছবির ফাইল ফরম্যাট পরিবর্তন ও অন্যান্য বিশেষায়িত কিছু কাজের নিমিত্তে নির্মিত ফ্রি ও ওপেন সোর্স র্যাস্টার গ্রাফিক্স এডিটর। গিম্প GNU জেনারেল পাবলিক লাইসেন্স ৩য় সংস্করণের অধীনে মুক্তি পায় ও লিনাক্স, ম্যাক ওএস এবং মাইক্রোসফট উইন্ডোজে সমর্থন করে।
আয়তক্ষেত্রাকার নির্বাচন
Rউপবৃত্ত নির্বাচন
Eফ্রি নির্বাচন
Fঅস্পষ্ট নির্বাচন
Zকালার দ্বারা নির্বাচন করুন
shift + OScissors
Iপাথ
Bকালার পিকার
Oমুভ
Mক্রপ এবং আকার পরিবর্তন
shift + Cরোটেট
shift + Rস্কেল
shift + Tবিভক্ত করা
shift + Sপরিপ্রেক্ষিত/Perspective
shift + Pফ্লিপ
shift + Fটেক্সট
Tবাকেট ফিল
shift + Bব্লেন্ড
Lপেন্সিল
Nপেইন্ট ব্রাশ
Pমুছা
shift + Eএয়ারব্রাশ
Aইঙ্ক
Kক্লোন
Cব্লার/শারপেন
shift + USmudge
Sডজ/ বার্ন
shift + Uনতুন ছবি
ctrl + Nছবি খোলা
ctrl + Oছবি খোলা নতুন লেয়ারের মাধ্যমে
ctrl + alt + Oছবি প্রতিলিপি
ctrl + Dসাম্প্রতিক ছবি -১
ctrl + 1সাম্প্রতিক ছবি -২
ctrl + 2ছবি সংরক্ষণ
ctrl + Sএকটি নতুন নামে সংরক্ষণ করুন
shift + ctrl + Sছবি এক্সপোর্ট
ctrl + Eএকটি নতুন নামে ছবি এক্সপোর্ট
shift + ctrl + Sবন্ধ করা
ctrl + Q