ডেভসংকেত

GCC (MinGW/Cygwin/UNIX) কমান্ডের চিটশিট

GCC হল একটি ফ্রি এবং ওপেন সোর্স কম্পাইলার যা C, C++, Objective-C, Fortran, Go, Rust, D, Pascal, RISC-V ইত্যাদি Laguage গুলিকে Compile করে।

কন্ট্রিবিউটর

  • fahimahammed

শেয়ার করুন

Common Commands

  • -o: আউটপুট ফাইলের নাম নির্ধারণ করে।

    gcc -o output_file source_file.c
  • -c: শুধুমাত্র Source কোডকে অবজেক্ট কোডে কম্পাইল করে।

    gcc -c source_file.c
  • -S: শুধুমাত্র Source কোডকে অ্যাসেম্বলি কোডে কম্পাইল করে।

    gcc -S source_file.c
  • -g: ডিবাগ তথ্য Include করে।

    gcc -g source_file.c
  • -Wall: Compiler warning গুলিকে Enable করে।

    gcc -Wall source_file.c

Specific Commands

  • -ansi: ANSI C মান মেনে চলতে কম্পাইলারকে বাধ্য করে।

    gcc -ansi source_file.c
  • -pedantic: ANSI C মান মেনে চলতে কম্পাইলারকে Enforce করে।

    gcc -pedantic source_file.c
  • -Werror: Warning গুলিকে Error হিসাবে চিহ্নিত করে।

    gcc -Werror source_file.c

ডেভসংকেত সম্পর্কে

ডেভসংকেত এর লক্ষ্য হচ্ছে বাংলাতে একটা বড় চিটশিটের ভান্ডার গড়ে তোলা। এটা সম্পূর্ণ স্বাধীন এবং ওপেন সোর্স গিটহাব অর্গানাইজেশন।

স্পন্সর